বিশেষ প্রতিবেদন,কলকাতা:গালোয়ান উপত্যকায় চিনের আগ্রাসনের উত্তেজনা পৌঁছে গেল এবার টালিগঞ্জেও। অভিনেতা জিত নিজের পথেই বিরোধিতা করলেন চিনের আগ্রাসনের। প্রত্যাখ্যান করলেন ‘সেরা অভিনেতা’র পুরস্কার। কারণ, ওই পুরস্কার বিতরণে স্পনসর হিসেবে জড়িয়ে রয়েছে একটি চিনা সংস্থা। তাই সেই পুরস্কার তিনি গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিলেন।
উল্লেখ্য, চিনের বিরোধিতায় দেশে ৮০টির মতো অ্যাপ নিষিদ্ধ করেছে সরকার। বিভিন্ন প্রকল্পের বরাত থেকে বাদ দেওয়া হচ্ছে চিনা সংস্থাগুলিকে। চিনা পণ্য ব্যবহার না করার দাবিও উঠেছে বিভিন্ন মহলে। ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে চিনেও। খোদ জিনপিং প্রশাসনের তরফে ঘুরিয়ে কড়া বার্তা দেওয়ার চেষ্টা চলেছে। জানানো হয়েছে, এর ফলে ভারতের ক্ষতি হবে। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, ভারতের ক্ষতি নিয়ে চিনের এত মাথাব্যথা কেন? চিন নিজের ক্ষতির যন্ত্রণা আড়াল করতেই কি এ–সব মন্তব্য করছে?
এরই মধ্যে টালিগঞ্জের নুসরত জাহান, সোহম অ্যাপ নিষিদ্ধ করা নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছেন। যদিও তাঁদের সেই মতের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন বিভিন্ন প্রেক্ষিতের মানুষ। কিন্তু নুসরত বা সোহমের চেয়ে ভিন্নপথে হাঁটলেন অভিনেতা জিৎ। নিজের ভাষ্যে সংস্থার নামোল্লেখ তিনি করেননি। কিন্তু তাঁর মন্তব্যে পরিষ্কার, পুরস্কারের সঙ্গে চিনা সংস্থা জড়িয়ে থাকার জন্যই তা প্রত্যাখ্যান করেছেন তিনি। বলেছেন, ‘সীমান্তে গিয়ে লড়াই করতে না পারলেও নিজের দেশের জন্য তো এ–টুকু করতেই পারি। তাই পুরস্কার প্রত্যাখ্যান করলাম।’
তবে তিনি তাঁর দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, দর্শকদের ভোটেই তিনি ‘সেরা অভিনেতা’ নির্বাচিত হন। তিনি বলেছেন, ‘যে দর্শকরা আমাকে ভালবাসেন, আমাকে ভোট দিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি দুঃখিত, এই পুরস্কার আমি গ্রহণ করতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘পুরস্কার পেতে সকলেরই ভালো লাগে। পরিবারের সকলে, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরাও খুশি হয়। আর বাড়ির বাচ্চাদের তো আনন্দের শেষ থাকে না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পুরস্কার গ্রহণ করতে আমার মন কিছুতেই সায় দিচ্ছে না।’
প্রসঙ্গত, অন্যান্য বারের মতো একটি সংস্থার তরফে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার জন্য এবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা পরিস্থিতিতে এবার সেই অনুষ্ঠান ভার্চুয়াল হয়। সেই অনুষ্ঠানেই জিতের ‘সেরা অভিনেতা’ হিসেবে পুরস্কার নেওয়ার কথা ছিল। সংস্থার তরফে ‘সেরা অভিনেতা’ হিসেবে জিতের মনোনীত হওয়ার কথাও ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতি এবং গালোয়ানের ঘটনার পেছনে চিনের অসহিষ্ণুতা অভিনেতাকে ভাবিয়ে তুলেছে। তাই নিজের মতো করে এমন পদক্ষেপই করলেন তিনি।