বিশেষ প্রতিবেদন,কলকাতা:সারা ভারতের সঙ্গে বাংলায়ও প্রতিদিন করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে। রবিবারও তার ব্যতিক্রম ঘটেনি। অতীতের সংক্রমণের পরিসংখ্যান পেছনে ফেলে এদিন সংক্রমিত হন প্রায় ৯০০ জন। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৮৯৫ জন। সংক্রমণের এই ছবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ যে বাড়াবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
দৈনিক সংক্রমণে এই সংখ্যাটিই এখনও অবধি সর্বোচ্চ। এদিন গোটা রাজ্যে যাঁরা সংক্রমিত হয়েছেন, তাঁদের মধ্যে কলকাতারই রয়েছেন ২৪৪ জন। ফলে রাজ্যে সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১২৬ জন। সবচেয়ে আশঙ্কার বিষয়টি হল, এদিন করোনা সক্রিয় রয়েছে, এমন রোগীর সংখ্যাও কিছুটা বেড়ে গিয়েছে। এদিন এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ৬ হাজার ৬৫৮ জনে। এদিন মৃতের সংখ্যাও আগের তুলনায় কিছুটা বেড়ে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। মৃতদের মধ্যে কলকাতারই ৮ জন। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭ জন।
তবে রাজ্যে সুস্থতার হারও যথেষ্ট ভালো। রাজ্যে এখন সুস্থতার হার ৬৬.৪৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় ৫৪৫ জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১৪ হাজার ৭১১ জন। চিকিৎসকদের মতে, যদি স্বাস্থ্য বিধি মেনে সাধারণ মানুষ চলাফেরা করেন, তা হলে সংক্রমণের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে। পাশাপাশি, করোনার নমুনা পরীক্ষার সংখ্যাও অনেকটাই বেড়ে গিয়েছে। এদিন মোট ১১ হাজার ১৫টি নমুনা পরীক্ষা হয়েছে। ফলে রাজ্যে মোট পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৮৮টি।
তবে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে চলায় উদ্বিগ্ন রাজ্য সরকার স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে আরও কড়া অবস্থান নিচ্ছে। কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন অংশে মাস্ক ছাড়াই কিছু মানুষ চলাফেরা করছেন। তাই এখন মাস্ক না পরে কাউকে যাতায়াত করতে দেখলেই পুলিশ তাঁকে ধরবে। এমনকী, প্রয়োজনে মোটা টাকা জরিমানাও করতে পারে। এ ছাড়া স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে চলার জন্যেও সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে।