1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

পাহাড়ে এনজিও গুলো কোন নিয়ম-নীতি মানছে না !

  • Update Time : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১৬৬ Time View

রাঙ্গামাটি সংবাদদাতা:  এনজিও গুলো পরিচালনার ক্ষেত্রে কোন নিয়ম-নীতি মানছে না ।দেশী বিদেশী এনজিও গুলো পরিচালনা ক্ষেত্রে স্থানীয় সমাজসেবা,জাতীয়ভাবে এনজিও ব্যুরো নিবন্ধন করতে হয় । কোন এনজিও সমতল তথা অন্য জেলা থেকে পাহাড়ে কার্যক্রম শুরু করার আগে সাইন বোর্ড অফিসে নিদিষ্ট ঠিকানা ,এবং কি ধরনের কোথায় কোন বিষয়ে কাজ তার একটা গাইট লাইন,নিবন্ধনের কপি সকল সরকারী-বেসরকারী স্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অনুলিপি দিয়ে অবগত করার যথাযথ নিয়ম রয়েছে ।
সরেজমিনে রাঙ্গামাটি শহরে প্রথম কল্যান পুর হয়ে টিটিসি সড়কের মুখে ছয়তলা বিল্ডিং এ সন্ধান পেয়েছি উদায়ন সমাজ কল্যান সমিতি । কোন সাইনবোর্ড না থাকলেও একটি জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির ফটোকপি টাঙ্গিয়ে দেয়া হয় ।“ জরুরী আবশ্যক” নিয়োগ বিজ্ঞপ্তিতে কৌশলে যোগাযোগ ঠিকানা চেয়ারম্যান মো.কামরুজ্জামান মোস্তফা,পল্টন ৪৩/১ ঢাকা-১০০০ দেখানো হয়। জেলা ব্যবস্থাপক,উপজেলা ব্যবস্থাপক, মাঠকর্মী পুরুষ/মহিলা নিয়োগ করার জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শিক্ষাগত যোগ্যতা এম এ,বিএ,এইচ এসসিসহ শর্তদিয়ে পাহাড়ে প্রতিটি ইউনিয়নে ৩জন করা হবে। জেলায় লোক নিয়োগ করবে স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়নি, তবে নিয়োগের সময় শেষ হয়েছে ৩০/০৩/২০২০ইং । রাঙ্গামাটি জেলায় ৫২টি ইউনিয়নে ৩জন করে মাঠকর্মী নিয়োগ দিলে ১৫৬ জন হয়। নিবন্ধন বিহীন উদায়ন সমাজ কল্যান সমিতি নামে এখনো বিভিন্ন পদের লোক নিয়োগের জন্য টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগের সুত্রে ধরে প্রতিবেদক অফিসে গিয়ে একজন অফিস সহকারী থেকে মোবাইল নং নিয়ে যোগাযোগ করলে তিনি জানান,আমি রাঙ্গামাটি বাহিরে আছি । তার নাম বিল্পব চাকমা রাঙ্গামাটি এরিয়া ম্যারজার ,বাড়ী বান্দরবান জেলায় । লোক নিয়োগের বৈধতা আছে কিনা প্রশ্ন করা হলে আপনার কোন লোক আছে । পরে নিয়োগের বিপরীতে বিভিন্ন পদের জন্য পাচ হাজার টাকা করে কিসের টাকা নিচ্ছেন । উদায়ন এরিয়া ম্যানজার বিল্পব চাকমা বলেন, আমি টাকা নিচ্ছি না । যারা আবেদন করেছে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকা কেন্দ্রিয় অফিসে ফাইলপত্র পাঠাইতে আসা-যাওয়া খরচ বাবতে ৩ হাজার টাকা করে নিয়েছি । লক ডাউনের কারণে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে পারেনি।
এই বিষয়ে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ ওমর ফারুক বলেন, উদায়ন সমাজ কল্যান সমিতির কোন ধরনের নিয়ম কানুন না মেনে এনজিও’র কার্যক্রম চালাইতে পারে না । নিবন্ধন কোন সংস্থায় করেছে, কোথায় কি ধরনের কাজ করবে করে আসছে এসব কাগজসহ প্রথমে জেলা প্রশাসক থেকে অনুমতি পরবর্তীতে জেলা পরিষদ,জেলা সমাজসো ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অনুলিপি প্রেরণ করতে হবে।উদায়ন সমাজ কল্যান সমিতি এসব ক্ষেত্রে কোন নিয়ম অনুসরণ না করে নিয়োগ কার্যক্রম শুরু করেছে তা সর্ম্পুন অন্যায়।

জেলাপ্রশাসকের কার্য্যলয়ে নেজারত ডিপুটি কালেক্টর উত্তম কুমার দে বলেন, রাঙ্গামাটিতে যতগুলি এনজিও সংস্থা সবগুলো জেলাপ্রশাসক অনুমতি নিয়েছে । কিন্ত উদায়ন সমাজ কল্যান সমিতি কোন অনুমতি নেয়নি তালিকায় নাম নেই। নিয়ম নীতি না মেনে জনগনের টাকা মেরে দেয় তাহলে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..