বৃষ্টি ভেজা শহর
মোহাম্মদ গালিব ইশরাক ইমরান
বাদলের এক বর্ষণে,
দাঁড়িয়ে আছি প্রান্তরে।
ঝুম বৃষ্টির বর্ষণে,
হয়েছে জন্ম,
এক অর্বাচীন নগরের।
বজ্রের সুরে মিলিয়েছে প্রান্তর,
প্রাচীরে চলিছে নীরবতা।
দালানে দাঁড়িয়ে গাইছে কবি গান,
বর্ষণে তা পাচ্ছে কী শোভা!
ত্যাঁদড়ের দল ভাঙছে আমের ডাল,
ঘোর বর্ষণে করছে তারা স্নান।
নীড়ে বসে গাইছে পাখি গান,
বারিতে ভিজে তারা একাকার।
অঢেল বর্ষণে করিছে,
অট্টালিকা স্নান।
দালান থেকে আসছে ভেসে,
গল্প, কবিতা আর গান।
ঝুম বৃষ্টির বর্ষণে,
ভিজেছে শহর সমূলে।
মিলিয়েছে নগর বর্ষণে,
দেখেছে স্বপ্ন নতুনের।