মৃত্যু
সাব্বির আহমেদ শুভ
মৃত্যু! মৃত্যু! মৃত্যু!
কে এই মৃত্যু?
মৃত্যু কে করে আপন?
কেউ কি করেছে পণ?
যাহার আগমনে সিক্ত নয়নে,
রিক্ত বদনে সবে মরে বারে বারে,
আদি হতে অন্ত আসিবে অগনিত!
কে এই মৃত্যু??
ভগ্ন হৃদয়, সে তো মৃত্যুর চেয়ে ও যতনাময়।
প্রার্থনা ঈশ্বরে,
“যদি নাই করিবে দান তবে কেন দিলে হৃদয়াভিমান”?
অপাত্রে করে চলেছ অবিরত দান,
মেনে নিতে পারি না এমন সম্প্রদান।
মেনে নিতে নেই দ্বিধা তুমি ছাড়া সবই বৃথা।
স্বপ্ন পানে, মৃত্যুকে করে আপন,
খুলে দাও ভয়ের বাঁধন।
বীরেরা মরে একবার,
ভীতুরা মরে বার বার!
দৃঢ় পণে, মুক্ত মনে নোঙ্গর তোল স্বপ্ন পানে।
ভয়কে যারা করে জয়,
ইতিহাসে তারই ঠাঁই হয়!