ওয়েব ডেস্ক: ভূমিহীনদের পক্ষে কথা বলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের তিন সমর্থককে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম।
এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাতিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করা হয়েছে। গুরুতর আহত মো. হাছান উদ্দিন নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মোটরসাইকেলে যাওয়ার পথে আসামিরা লাঠি, লোহার রড ও বটি-দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে। পরে অতর্কিতভাবে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে মো. হাছান উদ্দিন গুরুতর জখম হন। এ সময় হামলাকারীরা নগদ এক লাখ ৩৭ হাজার ২০০ টাকা লুটসহ মোট এক লাখ ৮৭ হাজার ২০০ টাকার ক্ষতিসাধন করে।
জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম শুল্লকিয়া গ্রামের কিল্লার বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মধ্যম শুল্লকিয়া গ্রামের মো. ওমর ফারুকের ছেলে মো. হাছান উদ্দিন, মো. সালাউদ্দিনের ছেলে এমদাদ হোসেন এবং এমরান হোসেনের ছেলে রাজিব উদ্দিন। তারা সবাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিত শাপলা কলি প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হাতিয়ার নতুন জেগে ওঠা চর জাগলার ভূমি বন্দোবস্তকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, অতীতে ভূমিদস্যুদের কাছ থেকে নতুন চর প্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা দিয়ে কিনতে হতো। এ বিষয়ে এনসিপির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ ভূমিহীনদের উদ্দেশে স্পষ্টভাবে বলেন, সরকারি বন্দোবস্ত ছাড়া কোনোভাবেই জমির জন্য টাকা দেওয়া যাবে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিহীনদের পক্ষে কথা বলার কারণেই মো. হাছান উদ্দিনের ওপর হামলা চালানো হয়। শামসুদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি দা দিয়ে তার পিঠ ও বুকে কুপিয়ে গুরুতর জখম করে এবং ডান হাত ভেঙে দেয়। এ সময় এমদাদ হোসেনকেও কুপিয়ে জখম করা হয়। তাদের রক্ষা করতে গেলে রাজিব উদ্দিন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গুরুতর আহত মো. হাছান উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ভূমিহীনদের পক্ষে কথা বলায় আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে দার কোপ রয়েছে। যারা হামলা করেছে তারা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। ৫ আগস্টের পর তারা বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।