নীল বারান্দা
— শাহীনুল ইসলাম
মন একটা খুঁটিহীন ঘর, বেলকোনি বিশাল আকাশ,
উদাস নীল।
আমি, আমরা উড়ে যাই, যে যার সামর্থ মতো।
হাওয়ার পাখনায় ঘুরে বেড়াই নীল।
কে বলে আকাশ ধরা যায়না!
ঘরের ভিতর আকাশ, এক আকাশ মন আমার।
যে দৃষ্টি উঁচুনিচু দেহ ছোঁয়, সে দৃষ্টি ঘরকে নয়!
অন্ধ বোবা আকর্ষণ — স্বার্থ, অদ্ভুত শব্দ!
চারদিকে যে চোখ আমার, সে চোখ রাত্রি পেরিয়ে ছাদ স্পর্শ করতে পারে না!
পৃথিবীটাই হারিয়ে যায় ,সত্য। হারিয়ে প্রিয় মানুষ!
তুমি প্রেম, তোমার ভেতর মনঘর, ঘরের ভেতর পৃথিবী, নীল আকাশ বারান্দা ….
লেখক :
কবি ও নাট্যকার মোঃ শাহীনুল ইসলাম বিশ অক্টোবর ১৯৯৪ইং টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন মহিষামারা ইউনিয়নের শালিকা মধ্যপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাহার পিতার নামঃ প্রয়াত, আঃ হাকিম উদ্দিন
মাতাঃ মোছাঃ খোদেজা খাতুন।
তার প্রথম প্রকাশ ” বংশাই কূলের মধুমিতা ”
এবং দ্বিতীয় প্রকাশ ” কবিতার সংসার।