ওয়েব ডেস্ক: শীত নিবারণের জন্য জ্বালানো আগুনই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল গৃহবধূ নাজমা বেগমের (৪৮) জীবনে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খড়কুটোর আগুনে দগ্ধ হয়ে এই নারীর করুণ মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন ও প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নাজমা বেগম সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের ওয়াহেদ আকন্দের স্ত্রী।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ জানুয়ারি) ভোরের দিকে প্রচণ্ড শীত থেকে বাঁচতে বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন নাজমা। এক মুহূর্তের অসাবধানতায় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই শরীরের বিভিন্ন অংশ গুরুতর দগ্ধ হয়। তার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে আগুন নেভালেও ততক্ষণে নাজমা গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ ওই গৃহবধূ ঢাকায় মারা গেছেন। ঘটনার পেছনে অন্য কোনো নেতিবাচক কারণ নেই।