দৈনিক প্রত্যয় ডেস্ক:বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক। শ্মশানের স্তব্ধতা চারিপাশে। গৃহবন্দি মানুষজন। বন্ধ সমস্ত অফিস-কাছারি। করোনার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের উপরেও। দেশে ইতিমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১২ হাজারেও বেশি। হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। গোটা দেশের পাশাপাশি বাংলাতেও ক্রমশ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর এই অবস্থায় আগামী ৩১ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে। বন্ধ সমস্ত অফিস-সরকারি দফতর। যদিও আগামী ২০ তারিখের পর ধীরে ধীরে কিছু সরকারি দফতর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও সবার জন্যে নয়। আর এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের জন্যে রইল স্বস্তির খবর।
রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হল। বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত তা জমা করা যাবে।
উল্লেখ্য, নিয়ম অনুযায়ী গ্রুপ ডি বাদে রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসেব জমা দিতে হয়। কিন্তু, এবছর করোনার ফলে লকডাউনের জেরে বন্ধ অফিস। তাই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এর ফলে সরকারি কর্মীরা কিছুটা হলেও উপকৃত হবেন বলে মনে করছে নবান্ন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে রাজ্যে আংশিক ভাবে সরকারি অফিস খোলার সিদ্ধান্ত নিল মমতা সরকার৷ আগামী ২০ এপ্রিল থেকে অফিসে আসতে পারবেন সরকারি আধিকারিকরা৷ তবে একসঙ্গে সবাই নয়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,সরকারি অফিস খোলার ক্ষেত্রে ডেপুটি সেক্রেটারি ও পরবর্তী উচ্চপর্যায়ের অধিকারিকদের আপাতত হাজিরা দিতে হবে। আগামী ২০ এপ্রিল থেকে অফিসে আসতে পারবেন তাঁরা। তবে প্রতিদিন নয়,পালা করে একদিন অন্তর অফিস করবেন।