বিশেষ সংবাদদাতা:
কোভিড–১৯ ভাইরাসের আক্রমণে গোটা পৃথিবীর সঙ্গে দিশেহারা ভারতও। করোনা রুখতে প্রায়ই নতুন নতুন নিয়ম ও নির্দেশ দেওয়া হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তরফে। সম্প্রতি সারা ভারতেই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে মোদি সরকার। সেই পথ অনুসরণ করে পশ্চিমবাংলায়ও মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে।
রাস্তাঘাটে অধিকাংশ মানুষই মাস্ক পরে চলাফেরা করছেন। তবে মাস্ক না পরেও অনেক সময় পথচারীদের রাস্তায় দেখা যাচ্ছে। অনেক সময়ই পুলিশ তাদের পাকড়াও করছে। ধমক দিচ্ছে। বাড়িতে ফেরত পাঠিয়ে দিচ্ছে। কাউকে আবার কিছুক্ষণের জন্য থানায় নিয়ে আটকে রেখে দিচ্ছে।
এ ক্ষেত্রে এবার নতুন পন্থার আশ্রয় নিল কলকাতা ও হাওড়ার বেশ কিছু পেট্রোল পাম্প। অনেক পেট্রোল পাম্পের কর্মীদের অভিযোগ ছিল, অনেকেই মাস্ক না পরেই পেট্রোল নিতে আসছেন। এতে সংক্রমণের আশঙ্কা থাকছে। এর পরই ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, মাস্ক না পরে কেউ পাম্পে এলে তাঁকে পেট্রোল দেওয়া হবে না। ফলে অনেক পাম্পেই ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘নো মাস্ক, নো ফুয়েল’ নির্দেশিকা। অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সম্পাদক প্রসেনজিৎ সেন পরিষ্কার বলেছেন, ‘লকডাউনের সময়সীমা বেড়ে হয়েছে ৩ মে। তাই কর্মীদের নিরাপত্তার স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’ ফলে গাড়ি নিয়ে পাম্পগুলিতে এখন যাঁরাই যাচ্ছেন, তাঁদের মুখে অবধারিত ভাবেই মাস্ক দেখা যাচ্ছে। পাম্পের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।