বিশেষ সংবাদদাতা
ফের বিতর্কে জড়ালেন পশ্চিমবাংলার রাজ্যপাল জগদীপ ধনকর।
শুক্রবার তিনি একটি টুইট করে তা ট্যাগ করে দেন সংসদের স্পিকারকে। সেখানে তিনি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করে লেখেন, বিরোধী দলের সাংসদদের কাজকর্মে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাধা দিচ্ছে পুলিশ ও প্রশাসন। এ বিষয়ে তিনি বিজেপি সাংসদ সুভাষ সরকার, জন বার্লা, অর্জুন সিং, রাজু বিস্তদের নাম উল্লেখ করেছেন। আর তাঁর এই বক্তব্য নিয়েই ফের শুরু হয়েছে বিতর্ক। বলা বাহুল্য, এ ভাবেই মাঝে মাঝে সমালোচনা করে তিনি অস্বস্তিতে ফেলে দেন রাজ্যের তৃণমূল সরকারকে।
উল্লেখ্য, ত্রাণকাজ করতে গিয়ে পুলিশ ও প্রশাসনের বাধার মুখে পড়ছেন বলে এর আগে বারবার অভিযোগ তুলেছেন বিরোধী সাংসদ ও বিধায়করা। শুক্রবার বিজেপি সাংসদ অর্জুন সিং আমডাঙায় ঘরবন্দি দুঃস্থদের ত্রাণ বিলি করতে গেলে রাস্তাতেই পুলিশ তাঁকে আটকে দেয় বলে অভিযোগ ওঠে। তার আগে সল্টলেকে ত্রাণ কাজ চালাতে গিয়ে পুলিশের কাছ থেকে বাধা পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন বিজেপি নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। তাঁর অভিযোগ ছিল, তৃণমূল নেতারা ত্রাণের কাজ করতে গেলে পুলিশ নিজে উপস্থিত থেকে সাহায্য করছে, কিন্তু বিজেপি সেই কাজ করতে গেলে আটকে দিচ্ছে।