1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

মিরসরাইয়ে পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থায় রক্ষা পেলো ২৫ শত একর জমি

  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ১৮৪ Time View

আকতার হোসেন,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: শনিবার দুপুরে উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়নগর গ্রামের পয়ঃনিষ্কাশন ড্রেনেজ প্রকল্পের উদ্বোধন করেন ৬ নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা।

ঐসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক নুরুল মোস্তফা মানিক, ৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর ইকবাল, ৬ নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জামাল উদ্দিন দুখু, ৬নং ইছাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ, ৬নং ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, ৬নং ইছাখালী ইউনিয়ন যুবলীগ নেতা মামুন লিটন, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আলী আকবর প্রমুখ।

উল্লেখ্য জয়নগর গ্রামের জনৈক ব্যক্তি মৎস্য প্রকল্প চালু করলে জলাবদ্ধতার কারণে দীর্ঘ তিন বছর যাবৎ জয়নগর গ্রামের প্রায় ২৫০০ একর তিন ফসলী জমির কৃষিকাজ যেমন ব্যাহত হয়েছে তেমনি ফসলী জমি অনাবাদি থাকার ফলে ৫ হাজার লোকের খাদ্য চাহিদা পূরণে ঘাটতি দেখা দিয়েছে অপরদিকে জলাবদ্ধতার কারণে ভোগান্তি ছিলো চরমে।

জনৈক ব্যক্তিকে পয়ঃনিষ্কাশন বা ড্রেনেজ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বারবার তাগিদ দেওয়ার পরও কোন সুরাহা না হওয়ায় এলাকাবাসী একাত্মতা পোষণ করে জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার দারস্থ হলে তিনি সহকারী কমিশনার (ভূমি) কে বিষয়টি মিমাংসার তাগিদ দেন। সে প্রেক্ষিতে এসিল্যান্ড রাশেদুল ইসলাম সরেজমিন পরিদর্শন করে ৩০০ মিটার ড্রেনেজ প্রকল্পের অনুমোদন দেন।  তারই ধারাবাহিকতায় আজ শনিবার দুপুরে উক্ত ড্রেনেজ প্রকল্পের উদ্বোধন করা হয়।

ড্রেনেজ প্রকল্পের কর্মী ও জয়নগর গ্রামের মাতবর মফিজুল্লাহ বলেন, দীর্ঘ ভোগান্তির পরে এলাকাবাসী একাত্মতা পোষণ করে জনপ্রতিনিধির মাধ্যমে উক্ত পয়ঃনিষ্কাশন ড্রেনেজ প্রকল্পের ব্যবস্থা হয়। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা ক্ষতিগ্রস্ত জয়নগর গ্রামের মানুষের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পয়ঃনিষ্কাশন ড্রেনেজ প্রকল্পের সমন্বয়ক যুবলীগ নেতা মামুন লিটন বলেন, মৎস্য প্রকল্পের কারণে দীর্ঘ সময় তিন ফসলী জমি অনাবাদি থাকা, ৫ হাজার লোকের খাদ্য যোগানের পথ বন্ধ হয়ে যাওয়া এবং জলাবদ্ধতার কারণে মানুষের দূর্ভোগ দেখে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উক্ত পয়ঃনিষ্কাশন ড্রেনেজ ব্যবস্থা নেওয়া হয়েছে। যাঁরা সহযোগিতা করেছেন সকলের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঐসময় এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..