বগুড়ার সংবাদদাতাঃ বগুড়ায় শতাধিক বন্যাকবলিত পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবতা প্রেমী হিসেবে খ্যাত পরিমল প্রসাদ রাজ। আজ মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দির মূলবাড়ি ও শোনপচা চর সহ আশেপাশের বন্যাকবলিত শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলেন রাজাবাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর শাখার সভাপতি জনাব পরিমল প্রসাদ রাজ।
জানা যায় প্রতি বছরের ন্যায় এবারও তিনি স্বাস্থ্যবিধি মেনে বানভাসি এসব পরিবারকে এক সপ্তাহের খাবার সামগ্রী ঈদ উপহার হিসেবে দেন। বিভিন্ন চরাঞ্চলে বানভাসিদের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি এসব বিতরণ করেন যার মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও লবণ।
সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সাধারণ সম্পাদক সুজিত তালুকদার, সংগঠনটির যুগ্ন সাধারন সম্পাদক ও গণমাধ্যমকর্মী সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী শেখর রায়, ব্যবসায়ী রাজু আহমেদ, ভি বিডি রাজশাহী বিভাগের সভাপতি মিজানুর রহমান, গণমাধ্যম কর্মী সাখাওয়াত হোসেন জনি, গণমাধ্যম কর্মী সজল শেখ সহ প্রমূখ।
ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজ দৈনিক প্রত্যয়কে জানান, এমনিতেই করোনা কাল তার উপরে বন্যা, এসব এলাকার মানুষ খুব অসহায় হয়ে পড়েছে তাই তিনি নিজেও যেমন বরাবরের মতো সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছেন এবং সমাজের সামর্থ্যবান লোকদেরকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।