বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮ হাজার ৫ শত পিচ ইয়াবা, ১০০ বোতল ফেন্সিডিল ও একটি হাইস মাইক্রোবাস সহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা পুলিশ জানায়, বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঁইয়া পিপিএম এর সার্বিক দিক নির্দেশনা ও ডিবি’র ইনচার্জ আসলাম আলী পিপিএম এর নেতৃত্বে আজ ৩০ জুলাই সকাল ১১ টায় বগুড়া সদরের নিশিন্দারা মধ্যপাড়ায় জনৈক আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়ার স্টিলের আলমারির ভিতরে বিশেষ কায়দায় রাখা ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে ১ জনকে গ্রেফতার করে। অপরদিকে গতকাল ২৯ জুলাই রাত ৯ ঘটিকার সময় বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা হতে ঢাকাগামী একটি হাইস মাইক্রোবাস যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো চ ১৩-৭৯১৬ হইতে ১০০ বোতল ফেন্সিডিল সহ দুজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি গতকাল রাত ১০ ঘটিকায় আরেকটি অভিযানে সেউজগাড়ী আমতলা মোড় হইতে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির হচ্ছে মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেবগঞ্জ এলাকার মোবারক সরকারের ছেলে রাসেল সরকার, জয়পুরহাট জেলার গোপাল মধ্যপাড়ার লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর হোসেন, দোগাছিয়া বাহার উদ্দিনের ছেলে মাহবুব আলম ওরফে কলম, বগুড়া জেলা দুপচাঁচিয়া থানার ইয়াসিন আলীর মেয়ে নাসিমা ওরফে কাজলি বেগম, সদরের ফুলবাড়ী দক্ষিণ পাড়ার মৃত আইনুল ইসলাম রুবেলের স্ত্রী জলি বেগম।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ আসলাম আলী পিপিএম। অভিযানে উদ্ধারকৃত ইয়াবা, ফেন্সিডিল ও মাইক্রো বাস ডিবির হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।