প্রত্যয় নিউজ ডেস্কঃ করোনা পরবর্তী সময় গত শুক্রবার শুরু হয়েছে কাতারের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ। শনিবার প্রথম ম্যাচে মাঠে নেমেছিল আল-সাদ। কিন্তু প্রথম ম্যাচের আগেই দুঃসংবাদ বয়ে আসে শিবিরে। প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হন ক্লাবের হেড কোচ তথা বার্সা কিংবদন্তি জাভি হার্নান্ডেজ। শনিবার সোশ্যাল মিডিয়ায় করোনায় আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন জাভি।
বুধবার তাঁর সাম্প্রতিক রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ অল্প সময়ের মধ্যেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী তারকা। এদিন সোশ্যাল মিডিয়ায় সুস্থতার কথাও নিজেই জানিয়েছেন জাভি।
আল-সাদ হেড কোচ মেয়েকে কোলে নিয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে জানিয়েছেন, ‘গত কয়েকদিনে আমায় নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের মেসেজ আমি পেয়েছি। আমি তোমাদের জানাতে চাই যে আমি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছি এবং বাড়ি ফিরেছি। আপাতত আমি আমার পরিবার এবং আল-সাদ টিমের সঙ্গে।’
ডিপিআর/ জাহিরুল মিলন