জাগ্রত হুংকার
-মোঃ আরিফুল ইসলাম (হৃদয়)
রাজপথে আপনাকে বেমানান বেমানান।
যেখানে রাজ্য আপনাকে দিচ্ছে ডাক,
সেখানে রাজপথ আবার নিপাক যাক।
৭১ নয়, এবার চাই ঐক্যবদ্ধতার
চাই না ঘুষখোর আমলা লম্পট ডাক্তার
চাই না চোর আর রাজাকারে সরকার
চাই এবার মোদের নবাব সিরাজের বাংলার
ঐ
চাইনা ১০হাজারে বালিশ কিনা
চাইনা ২.৫কোটিতে সাইট বানানা
চাইনা ডুপ্লক্সে আর বিলাসিতার
চাইনা গাড়ি বহরে সন্ত্রাসে আর
ঐ
অনেক হলতো মারামারি আর খুনাখুন
চলুন আবার মিলে দেই সেই সাম্যর ডাক
চলুন এবার ডাকি ভাই ভাই
দেই আবার অসম্প্রদায়িক ও মানবতার হংহকার
ঐ
দরকার নেই ভারত-পাকিস্কান-যুক্তরাষ্ট্য-যুক্তরাজ্য সরকারের দান
মোদের কি নেই সেই মুজিব সেই নবাব সিরাজের অহংকার
শুধু কি আছে মিরজাফর মোস্তাক খন্দকার
যদি থাকে মুজিব ভাষানি আর সূর্য সেনের অহংকার
তাহলে দেখাও আবার বাংলার সেই জাগ্রত হুংকার
ঐ
দরকার এবার গরিব বান্ধন সরকার
আর রাজস হউক জনগণের দরকার
মৌলিক অধিকার পাঠ্য বিষয় নয়, রুপ হউক তার বাস্তবতার
গরিব-ধনী হিন্দু-মুসলিন নর-নারী নেই বেধাবেদ আর
কারণ এবার বাঙালির জাগা দরকার
ঐ
বুঝিনা কে সরকার কে আমলা কে নেতা
তাকে আমাদের দরকার
কারণ বাঙালির এবার জাগরণ দরকার
কৃষি কারিগরি স্বাস্থ্য উন্নয়ন দরকার
কারণ উৎপাদনমুখী হওয়া জনগণের দরকার
ঐ
জমিদারের ছেলে নেতার ছেলে নেতা
নেই আর দরকার
এবার হউক জাগরণ বাঙালির আবার
নেই দন্ধ হিন্দু মুসলিমে নেই দন্ধ ধণি গরিবে
সবার মন খুলে দেখ এবার, বিরাজমান মুহাম্মদ কৃনষ জিসু সাই বৌদ সবার
ঐ
কোরআনে আছে জমিনে নেই, গিতায় আছে অনুসরণে নেই, পোরানে আছে আমলে নেই
সকল ধর্ম গ্রন্থে আছে মোদের বাস্তবায়নে নেই
হা নেই…কিছুতেই নেই…
নেই ঐক্যবদ্ধতা…নেই মানবতা…নেই শান্তির কায়েম, নেই বাচার মত বাচার চেষ্টা।
আজ চিৎকার করে বলতে ইচ্ছে করে পৃথিবীতে যেন সকলে জেন্ত লাশ, হা জেন্ত লাশ
ঐ
না মানিলে এই জাগ্রত হুংকার
সবিতো বেমানান বেমানান।
___ () ___