বগুড়ার সংবাদদাতাঃ আজ (৩১জুলাই) শুক্রবার সকাল আনুমানিক ৯টার সময় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের দশটিকা সরকার পাড়ায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে । নিহত শিশুটি দশটিকা সরকার পাড়ার বিপুল সরকার এর একমাত্র পুত্র সন্তান, নাম মোহাম্মদ আলী। বয়স মাত্র আড়াই বছর।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পুকুর পাড়ে কুরবানীর জন্য আনা ছাগল বাধা ছিলো। এসময় শিশু মোহাম্মাদ আলী সকলের অজান্তে ছাগলকে পাতা খাওয়াতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাড়িতে না পেয়ে অনেকক্ষন ধরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাচ্ছিলোনা। এর কিছুক্ষন পরে সকাল ৯টার সময় নিহতের প্রতিবেশি চাচা মাসুম হঠাৎ বাড়ির পাশে পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে সবাইকে ডাক দেয়। পরে সকলের সহযোগীতা নিয়ে নিথর দেহটি তুলে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাত পোহালেই আগামীকাল পবিত্র ঈদুল আযহা। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা মাতা নির্বাক হয়ে শুধু চোখের পানি ঝড়িয়ে যাচ্ছে। আজ এমন আকস্মিক বেদনাদায়ক ঘটনায় শোকের ছায়া পড়েছে পুরো এলাকায়।