ঠাকুরগাঁও প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঠাকুরগাঁওয়ে ঈদুল আজাহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠের পরিবর্তে ঠাকুরগাঁও কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
শনিবার সকাল ৮টায় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জামাত পৌনে ৯ টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৯ টায়।
প্রথম নামাজের জামাতে ঈদের নামাজ আদায় করেন প্রায় কয়েকশ মুসল্লি। ঠাকুরগাঁওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম ঈদের জামাতে নামাজ পড়ান মসজিদের ঈমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।
নামাজ শেষে ঈদের শুভেচ্ছা বক্তব্য দেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। জেলা প্রশাসক শোকাবহ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে আলোচনা করেন।
মোনাজাতে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতির মুক্তি লাভের জন্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।