চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি:রাঙ্গামাটিতে কোভিড-১৯ আক্রান্ত-৬জন বেড়ে ৬৫৭ জন। রাঙ্গামাটি সদরে ৬জন কাপ্তাই উপজেলায় ২জন আক্রান্ত হয়েছে । শুক্রবার করোনায় আক্রান্ত সংখ্যা ছিল ৬৫১জনে। মৃত্যু ছিল ১০ জনে।
রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা:মোস্তফা কামাল মুঠোফোনে জানান , শুক্রবার করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। মায়াধন চাকমা দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন ।
শনিবার সকালে আসা রিপোর্টে আসা নতুন করে ৬ জন শনাক্ত হয়। অপেক্ষামান রিপোর্ট ১০৭ জন ।রাঙ্গামাটি জলো র্দুনীতি প্রতরিোধ কমটিরি সভাপতি মায়াধন চাকমা করোনার উপর্সগ নয়িে মৃত্যু ।
এদিকে স্থাস্থ্যবিধি না মানার কারণে প্রতিদিন করোনার উপসর্গ নিয়ে চট্টগ্রামে রেফার করছে রাঙ্গামাটি স্থাস্থ্য বিভাগ। রাঙ্গামাটিতে কোন ধরনের করোনা রোগীর স্থাস্থ্যসেবা নেই বলে চলে ।