নান্দাইল প্রতিনিধি: পূূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রায় ৩শত আমন্ত্রিত অতিথি বাড়িতে এসে হাজির, আয়োজনের কমতি নেই ধূমধামে চলছে খাওয়া দাওয়া।
কিছুক্ষণ পররেই শরিয়া আইনে বিবাহ শেষে বর তার স্ত্রীকে নিয়ে আপন ঠিকানায় চলে যাবে। প্রশাসন এসে ঘটালো বিপত্তি, সবকিছু এলোমেলো হয়ে গেল,বরকে ১৫ দিনের জেল, কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করলো ভ্রাম্যমাণ আদালত।
এমনি একটি ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরহরি গ্রামে। পুরহরি গ্রামের জসিমউদদীনের মেয়ে মনিরা (১৬) খাতুনকে বিয়ে দেওয়া হচ্ছিল প্বার্শবর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের পায়েল মিয়ার (১৯) কাছে। পায়েল গোবিন্দপুর গ্রামের আবু বাক্কারের ছেলে।আয়োজিত বিয়েটি বাল্যবিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এমনেই খবর পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন ।
বর-কনের জন্ম নিবন্ধন সহ আনুষাঙ্গিক বিষয়াদি পর্যালোচনা করে এটি একটি বাল্যবিয়ে প্রমাণিত হওয়ায় বরকে ১৫ দিনের কারাদণ্ড ও কনে পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দীন বলেন, বাল্যবিয়ে প্রথা চিরতরে বন্ধ করতে হবে। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এধরণের অভিযান চলমাণ থাকবে।