বগুড়ার সংবাদদাতাঃ বগুড়া জেলার সিভিল সার্জন অফিসের ফোকাল পার্সন ডা. ফারজানুল ইসলাম নিয়মিত ভিডিও বার্তায় গত ২৪ ঘন্টায় ০৪ আগস্ট এর বগুড়া জেলার করোনা পরিস্থিতি এবং ০৪ আগস্ট পর্যন্ত বগুড়া জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতির একটি চিত্র তুলে ধরেন।
গত ২৪ ঘন্টায় (০৪ আগস্ট) জেলার করোনা পরিস্থিতিঃ
ডা. ফারজানুল বলেন, গত ২৪ ঘন্টায় বগুড়ার ৩২৯ টি নমুনা সংগ্রহ করা হয়। তারমধ্যে ২০৬ নমুনার ফলাফলে ৪০ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে শজিমেকের ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩১ জন পজিটিভ, টিএমএসএস এর ১৮ পরীক্ষার ফলাফলে ০৯ জনের ফলাফল পজিটিভ এসেছে।
এদের মধ্যে পুরুষ- ৩১ জন, নারী- ০৮ জন, শিশু- ০১ জন।
বয়স ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে,
১৮ বছরের নিচে রয়েছেন ০১ জন।
১৮ থেকে ৪০ বছর বয়সের রয়েছেন ১০ জন
৪১ থেকে ৫০ বছর বয়সের রয়েছে ১০ জন।
৫১ থেকে ৭০ বছর বছরের রয়েছে ১৮ জন।
৭০ উর্ধো ০১ জন।
উপজেলা ভিত্তিক বিশ্লেষণ করলে দেখা যায় যে, সদর ২৮ জন, শাজাহানপুর ০২ জন, শেরপুর ০৫ জন, শিবগঞ্জে ০২ জন, কাহালু ০১ জন, সারিয়াকান্দি ০১ জন গাবতলীতে ০১ জন।
এক নজরে (০৪ আগস্ট) পর্যন্ত জেলার সর্বমোট ও সর্বশেষ করোনা পরিস্থিতিঃ
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪৯৯৮ জন।সুস্থতার হিসেবে উপজেলা ভিত্তিক বিশ্লেষণঃ সারিয়াকান্দি ০০ জন, সোনাতলা ০০ জন, শিবগঞ্জ ০৪, আদমদিঘী ০২ জন, দুপচাচিয়া ০০ জন, কাহালু ০৪ জন, নন্দিগ্রাম ০০ জন, শেরপুর ১৯ জন, সদরে ১০০ জন, ধুনট ১১ জন, গাবতলী ১৬ জন।
মোট আক্রান্ত- ৪৯৯৮
মোট সুস্থ- ৩৬৪৯ ( ১৬২ জন নতুন)
মোট মৃত্যু- ১০৯ ( নতুন ০০ জন)
মোট আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা ৩৪০১ জন মহিলা রোগীর সংখ্যা ১৩৪৪ জন এবং শিশু রোগীর সংখ্যা ২৫৩ জন ।