1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

জবি ফিচার রাইটার্স গ্রুপের ঈদ আয়োজন “ফেলে আসা ঈদ আনন্দ”

  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০
  • ২২০ Time View
জবি ফিচার রাইটার্স গ্রুপের ঈদ আয়োজন "ফেলে আসা ঈদ আনন্দ"

জবি প্রতিনিধিঃ ঈদ-উল-আযহা উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার রাইটার্স ফেইসবুক গ্রুপের আয়োজনে জবি শিক্ষার্থীদের জন্য “ফেলে আসা ঈদ আনন্দ” নামে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়ে। উক্ত প্রতিযোগীতায় একজন প্রতিযোগী তার জীবনে অতীতে ফেলে আসা ঈদের দিনগুলোর স্মৃতিচারণ করে তার নিজের মত করে বিভিন্ন ধরণের সৃজনশীল কাজের মাধ্যমে শেয়ার করতে পারবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের স্ব-রচিত কবিতা, ছোটগল্প অথবা উন্মুক্ত লেখার (ফিচার) মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ৫ আগষ্ট থেকে ১০ আগষ্ট ৫ দিন ব্যাপী এই প্রতিযোগীতা সকল জবিয়ানদের জন্যে উন্মুক্ত এবং পুরষ্কার হিসেবে প্রতিটি বিষয়ে সেরা একজন বিজয়ীকে দেয়া হবে ঈদ সালামী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার রাইটার্স গ্রুপের পক্ষ থেকে সার্টিফিকেট। পুরো প্রতিযোগীতার সেরা গল্পটি প্রকাশিত হবে দেশসেরা জাতীয় দৈনিক পত্রিকায়।

একজন প্রতিযোগী চাইলে ৩ টি টপিকেই অংশগ্রহণ করতে পারবে। কবিতা/ছোটগল্প সর্বোচ্চ ১৫০ শব্দের মধ্যে। উন্মুক্ত লেখা (ফিচার) ১৫০-২০০(একক) বা ৬০০-৭০০(সম্মিলিত-৪ জন)। পোস্টের ক্যাপশনে নিচের নিয়ম অনুযায়ী দিতে হবেঃ

#ফেলে_আসা_ঈদ_আনন্দ
#জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_ফিচার_রাইটার্স
#জগন্নাথ_বিশ্ববিদ্যালয়_প্রেস_ক্লাব
প্রতিযোগীর লিখার সাথে নাম, ডিপার্টমেন্ট, ব্যাচ লিখে দিতে হবে। যদি কোনো অংশগ্রহণকারীর ফেসবুক আইডি না থাকে তবে সেক্ষেত্রে অংশগ্রহনকারী বাবা, মা অথবা ভাই, বোনের আইডি থেকে তার নাম এবং সে কোন ডিপার্টমেন্টে পড়ে ও ব্যাচ উল্লেখ করে দিতে হবে।

মূল্যায়ন পদ্ধতিঃ আপনার পুরো কাজের ৫০% বিচারক প্যানেল এবং বাকি ৫০% আপনার জমা দেওয়া পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার বিবেচনার ভিত্তিতে দেওয়া হবে। বেশি নাম্বার পেতে তাই বন্ধুদের মেনশন/কমেন্ট/শেয়ার করতে পারবেন বেশি করে। প্রতিযোগিতা শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে বিজয়ী নাম প্রকাশ করে হবে “Jagannath University Feature Writer’s” গ্রুপে।

প্রতিযোগীর পোস্ট বাতিল হওয়ার কারনঃ পোষ্টে কোন ধরণের ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বা লোগো ব্যবহার করা যাবেনা। শুধুমাত্র Jagannath University Feature Writer’s গ্রুপের লিংক ছাড়া অন্য কোন লিংক ব্যবহার করলে। দেরি না করে এখনই আপনার ফেলে আসা ঈদ আনন্দ অভিজ্ঞতা শেয়ার করুন আর জিতে নিন ঈদ সালামী। ৫ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে শুরু হয়েছে “ফেলে আসা ঈদ আনন্দ” নামের এই প্রতিযোগিতা! তাই এখনই আপনার ফেলে আসা ঈদ আনন্দ গল্প/কবিতাটি সাজিয়ে নিন।

প্রতিযোগিতা চলবে ৫ আগস্ট থেকে শুরু করে থেকে ১০ আগস্ট এই ৫ দিন। আর এ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবেন Jagannath University Feature Writer’s ফেইসবুক-গ্রুপ এর মাধ্যমে। ফেলে আসা ঈদ আনন্দ প্রতিযোগীতা সম্পর্কে যেকোনো প্রশ্ন করা যাবে ফেসবুক গ্রুপে।

এই প্রতিযোগিতার সার্বিক সহযোগিতার রয়েছে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব”। গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/2662102700736788/

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..