“হারিয়েছি সব ৭৫ এর ১৫ ই আগস্ট”
সেদিন বৃষ্টি নয় যেন আকাশের চোখে ছিল জল!
গাছের পাতারাও শোকে ঝরেছিল অবিরল।
নিমিষে শেষ হয়ে গেছিল ধানমন্ডি ৩২ নং বাড়ির,
শত মানুষের আসা-যাওয়ার মুখরিত কোলাহল।
সেদিন হারিয়েছি বাঙালির শ্রেষ্ঠ পুরুষটাকে,
যিনি অস্ত্র ধরিয়েছিলেন সাত কোটি বাঙালিকে,
এনে দিয়েছিলেন সামনে থেকে বাংলাদেশকে,
তাই তিনি মরেও অমর বাংলার পথেঘাটে।
সেদিন লাল হয়েছিল বাড়ির সিঁড়িখানা,
ঘাতকেরা মানে নাই আল্লাহর দোহাই দেওয়া,
ছোট্ট শিশু রাসেলকে না মারার মানা!
বুলেটে ক্ষতবিক্ষত করেছিল রাসেলের বুকখানা।
সেদিন শেষ হয়েছিলো কামাল,জামালের পথ চলা,
রাসেলেরও দেখা হয়নি সবার মতো ছেলেবেলা।
মনের ভেতর হয়তো থেকে গিয়েছিল, জার্মানিতে থাকা হাসু আপাকে অনেক কথা না বলা।
সেদিন হারিয়েছি বঙ্গমাতা ফজিলাতুন্নেছাকে,
যে থাকলে বাংলার মানুষ থাকতো হয়তো দুধে-ভাতে।
আর বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়েও হলো না বাংলাতে,
হুম তাইতো বলি,হারিয়েছি সব ৭৫ এর ১৫ই আগস্টে।
লেখকঃ সাকিব চৌধুরী ;
কক্সবাজার, উখিয়া,মরিচ্যা,পতাবাড়ি।