প্রত্যয় নিউজ ডেস্কঃ নানা আয়োজনের মধ্যদিয়ে ভারতে উদযাপিত হচ্ছে ৭৪তম স্বাধীনতা দিবস। করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে সকল আয়োজন সম্পন্ন করা হচ্ছে।
আরো জানতে পড়ুনঃ
এদিন ঐতিহাসিক লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তাকে গার্ড অব অনার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। পরে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
মোদি বলেন, ভারতীয়দের ত্যাগ স্বীকারের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ভারত।
করোনা মোকাবিলায় তার সরকার সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। বক্তব্যে করোনা লড়াইয়ে সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান মোদি।