কমতি নেই
-মুনাওয়ার আনজুম সাইফ
কোনো কিছুরই যেনো কমতি নেই
বাজারে পণ্য আছে
দামের কমতি নেই ।।
কোনো লাইসেন্স নেই
তবুও রাস্তায় গাড়ির কমতি নেই ।
মন্দার বাজারে সস্তা প্রেমের কমতি নেই
পার্কগুলোতে প্রেমিক প্রেমিকার কমতি নেই ।
মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়েও
এতিমের হক মেরে খাওয়ার লোকের কমতি নেই
ঘুষের টাকায় হজ্জ্ব করছে ঠিকই
তবে আরো ঘুষ খাওয়ার কমতি নেই ।
বিনা চিকিৎসায় হাসপাতালে রোগী মরছে
চেম্বারগুলোই ডাক্তারের কমতি নেই ।
উচিত কথা বলে ফেললে
পৈতৃক প্রাণ কেড়ে নেয়ার লোকের কমতি নেই
ফেসবুকে কবির কমতি নেই
গরিবের দেশে ঋণখেলাপীদের কমতি নেই
সড়ক আইন সংশোধন হচ্ছে
তবু সড়কে মৃত্যুর কমতি নেই
অভিযানের পর অভিযান বেড়েই যাচ্ছে
তবু মাদকের কমতি নেই ।
মানুষ পুঁথিগত বিদ্যধারী হচ্ছে
তবু নারী ধর্ষণ-হেনস্তা-নির্যাতনের কমতি নেই
সত্যি কথা বলে ফেললে
জিভ টেনে ছিঁড়ে দেয়ার লোকের কমতি নেই
লাখ লাখ টাকায় বালিশ কেনা হচ্ছে
অথচ দেশে অভুক্ত লোকের কমতি নেই
আইনের পর আইন – অভাব নেই
তবু ফাঁকফোকরের কমতি নেই
রেলে বছর বছর ভর্তুকি বাড়ছে
তবু লোকসানের কমতি নেই
স্কুল কলেজে পড়ানোর বালাই নেই
কোচিংগুলোতে শিক্ষকদের পড়ানোর কমতি নেই
টকশোতে বড় বড় কথা বলে
ছোটো ছোটো কাজ করার লোকের কমতি নেই
আমি আপনি সরকারকে গাল মন্দ করছি
অথচ নিজেদের দোষের কমতি নেই
অনেকটাতো হলো এবার একটু থামুন
এখন দেশকে নিয়ে ভাবার সময়ের কমতি নেই ।
লেখক : শিক্ষার্থী
পড়াশুনা:রাজশাহী সরকারি সিটি কলেজ,দ্বিতীয় বর্ষ