ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন পরিষদের সদস্য হেমায়েত হাওলাদার নিজেকে অপহরণের দাবি করেছেন। তবে এ ঘটনাকে নাটক বলে অভিহিত করেছে প্রতিপক্ষ। হেমায়েত হাওলাদারের দাবি, বুধবার ঝালকাঠি আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে তার প্রতিপক্ষের ভাড়াটে লোকজন বারইকরন খেয়াঘাট থেকে তাকে অপহরণ করে একটি ট্রলারে উঠিয়ে ইটখোলায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
অন্যদিকে হেমায়েত হাওলাদার যাদেরকে এই এই ঘটনায় দায়ী করেছেন তাদের একজন মামহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, এই হেমায়েত মেম্বারের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলমান। গত বছর ১৮ নভেম্বর আমার বাবাকে তারা মারধর করেছিলো। এ ঘটনায় আমি বাদি হয়ে হেমায়েত মেম্বারের বিরুদ্ধে থানায় মামলা করি। তিনিও পাল্টা মামলা করেন। বুধবার দুটি মামলারই নির্ধারিত তারিখ ছিল। ১১টায় আমরা ঝালকাঠি আদালতে হাজিরা দিয়ে দুপুর ১টার দিকে বাড়ি এসে পৌঁছাই। তারপর শুনি যে আমার প্রতিপক্ষ হেমায়েতকে কে বা কারা অপরহরণ করেছে। এটা আমাদের নামে আরেকটা মামলা করার জন্য হেমায়েত মেম্বারের নাটক।
এ সম্পর্কে নলছিটি থানার ওসি তদন্ত আব্দুল হালিম বলেন, ঘটনাটি ঝালকাঠি ও নলছিটি বর্ডারে হওয়ায় কোন থানা বিষয়টি তদন্ত করবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত করা হবে।