বরিশাল প্রতিনিধি: বরিশালে মুক্তিযোদ্ধা পরিবারকে সরকারী বরাদ্দের ঘর দেওয়ার কথা বলে সাদা ষ্ট্যাম্পে প্রতিবন্ধি ছেলে ও তার মায়ের সাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের কাছ থেকে ঘর দেয়া বাবদ চার লক্ষ টাকা দাবি করেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিন রাকুদিয়া এলাকার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী।
শনিবার সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মৃত: মুক্তিযোদ্ধা মোঃ মিলন হওলাদার এর প্রতিবন্ধি ছেলে মোঃ নজরুল ইসলাম হাওলাদার।। এঘটনায় নজরুল ইসলাম হাওলাদার বাদী হয়ে পহেলা সেপ্টেম্বর সাবেক ওই মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী’র বিরুদ্ধে একটি মামলা দায়ের । যার মামলা নং ৬৮।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মোঃ নজরুল ইসলাম হাওলাদার বলেন , চলতি বছরের ২৯ জুলাই মুক্তিযোদ্ধাদের সরকারি ঘর দেওয়ার কথা বলে তাকে ও তার মা ৭০ বছর বয়সি বৃদ্ধা মনোয়ারা বেগমকে ডেকে নেয় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী। এসময় তাপসী তার সরকারি কোয়াটারে বসে প্রতিবন্ধি ও তার মায়ের একশ টাকার দুটি সাদা ষ্ট্যাম্পে সাক্ষর নেয়।
এবিষয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধা সার্জেন্ট জাহাঙ্গির জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ওর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তারা নিয়মিত ভাতাও পাচ্ছেন। এই ঘটনাটি একটি দু:খজনক ঘটনা। আমরা মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। আমরাও এর ন্যায় বিচারের দাবি জানাচ্ছি।