1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

গোপালগঞ্জে ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ২০৬ Time View

দৈনিক প্রত্যয় ডেস্কঃ গোপালগঞ্জের এবার মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

শনিবার গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলার ১৮ পুলিশ সদস্যসহ মোট ৩৯ জন করোনা রোগী শনাক্ত হল। এর আগে এক দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সিভিল সার্জন জানান, জেলার বেশ কয়েকজনের নমুনা আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখানে থেকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তার ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টার্ফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত বলে পজেটিভ রিপোর্ট আসে।

তিনি আরো বলেন, ওই ডাক্তার ও নার্সকে আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস আক্রান্ত মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য সুস্থ হওয়ায় তাদেরকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। তারা সুস্থ হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

প্রসঙ্গত, এর আগে জেলায় ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে মুকসুদপুর থানার ১৮ জন পুলিশ সদস্য, কাশিয়ানী উপজেলায় পাঁচজন, গোপালগঞ্জ সদর উপজেলায় ছয়জন, টুঙ্গিপাড়া উপজেলায় সাতজন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়ায় করোনা আক্রান্ত দম্পতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

দৈনিক প্রত্যয়/ জাহিরুল মিলন

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..