নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ বগুড়ায় ভ্রাম্যমান আদালত কয়েকটি অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে। শনিবার বগুড়া শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জরিমানা দণ্ড প্রদান করা হয়। বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানা যায়, ৬টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ টি মামলা দায়ের হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়ম প্রমানিত হওয়ায় ১ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা দণ্ড আদায় করা হয়েছে।
বগুড়ার বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে পরিচালিত অভিযানে ৩টি এগ্রো প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক ৩টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়।
প্রতিষ্ঠান তিনটি হল জাস এগ্রো, সততা এগ্রো এবং ফেয়ার এগ্রো। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩ টি মামলায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। সড়ক পরিবহন আইন অনুযায়ী ৪ টি মামলায় ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাক্রমে মাজহারুল ইসলাম চৌধুরী, রোমানা রিয়াজ, এ.টি.এম কামরুল ইসলাম, মারুফ আফজাল রাজন, ইশরাত জাহান, রোমানা রিয়াজ।