নিজস্ব প্রতিনিধি, উত্তরবঙ্গঃ দ্যা ডেইলি এশিয়ান এইজ ও বার্তা২৪.কমের নাটোর জেলা প্রতিনিধি এবং ইউনাটেড প্রেসক্লাব সদস্য সাংবাদিক মো. নাইমুর রহমানকে দুইজন মুখোশপরা মোটর সাইকেল আরোহী প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ঘটনায় নাটোর থানায় সাধারণ ডায়েরি(জিডি) করেছেন সাংবাদিক নাইমুর রহমান।
শনিবার(৫ই সেপ্টেম্বর) রাত ৮ টায় থানায় উপস্থিত হয়ে জিডিটি দায়ের করেন সাংবাদিক নাইমুর রহমান। এসময় তার সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, হালিম খান, ইউনাইটেড প্রেসক্লাব সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইছাহাক আলী, সাংবাদিক আল মামুন, মাহবুব হোসেন প্রমুখ।
সাংবাদিক নাইমুর রহমান জানান, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাত ১০টায় শহরের ছায়াবানী মোড় থেকে ইজিবাইকযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। এন এস সরকারি কলেজ মসজিদের সামনে ইজিবাইক থেকে নামার পরে সড়ক বিভাজকের প্রথম ইউটার্ন অতিক্রম করে পশ্চিম জলারপার যাবার মুহুর্তে পেছন থেকে এসে তার বাম পাশ দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করে। ওই মোটরসাইকেলে থাকা অজ্ঞাত দুই যুবক মাস্ক পরিহিত ছিলেন এবং পেছনে বসা যুবকটি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রæতগতিতে আবারো বাজার অভিমুখে চলে যায়।
যুবকদ্বয়ের সামান্য বর্ণনা দিয়ে নাইমুর রহমান জানান, মোটরসাইকেলটি কালো রংয়ের ছিলো এবং হুমকিদাতা যুবকটিও কালো একটা শার্ট পরিহিত ছিলো। মুখে মাস্ক থাকায় কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি। নাটোর থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জিডির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।