আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার নামক এলাকায় ট্রাকের ভিতরে গ্যাস সিলিন্ডার রেখে বিভিন্ন যানবাহনে অবৈধ ভাবে গ্যাস বিক্রি করার অপরাধে একটি ট্রাককে গ্যাস ভর্তি ৮টি সিলিন্ডারসহ আটক করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রোববার ভোরে সান্তাহার মালগুদাম এলাকা থেকে উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ট্রাকটিকে হাতেনাতে আটক করেন। দুপুরে সান্তাহার হাই স্কুল মাঠে ট্রাকে অবৈধ ভাবে রাখা ৮টি সিলিন্ডার থেকে গ্যাস গুলো বের করে দেয়ার মাধ্যমে নষ্ট করে দেওয়া হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায় যে, বগুড়া সিএনজি ষ্টেশন থেকে মিজানুর রহমান নামের জনৈক ব্যক্তি গ্যাস সিলিন্ডারের বোতলে গ্যাস ভর্তি করে ট্রাক যোগে সান্তাহার মালগুদাম এলাকায় নিয়ে খোলা অবস্থায় ভ্রাম্যমান ভাবে সিএনজিসহ বিভিন্ন যানবাহনে পাইপের মাধ্যমে বিক্রি করে আসছিল। এতে এলাকায় ভয়াবহ বিস্ফোরণের আশংকা দেখা দেয়। এমন গোপন সংবাদের ভিক্তিতে ভ্রাম্যমান আদালত রোববার ভোরে ওই স্থানে অভিযান চালিয়ে গ্যাস ভর্তি ৮টি সিলিন্ডারসহ একটি ট্রাক আটক করে।
উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান যে, ট্রাকটি জব্দ করা হয়েছে এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্ততি চলছে।