নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি কনটেন্ট বিষয়ে যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের নবনিযুক্ত বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা হলেন সাবনাজ রশিদ দিয়া।
এখন থেকে তিনি যেকোনো বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবেন। সোমবার ভার্চুয়াল মাধ্যমে ফেসবুকের সিঙ্গাপুরের আঞ্চলিক সদর দফতরের সঙ্গে বৈঠকে এ তথ্য জানানো হয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান। তিনি বলেন, কনটেন্ট বিষয়ে বিদ্যমান যেকোনো সমস্যা দ্রুত সমাধানসহ বাংলাদেশের অংশ দেখাশোনার জন্য একজন বাংলাদেশি বাংলাভাষীকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিষয়ক বাংলাভাষী নিয়োগ দেওয়ার ফলে তার সঙ্গে খুব সহজে যোগাযোগ রক্ষা করা যাবে এবং যেকোনো বিষয়ে দ্রুত সাড়া পাওয়া যাবে।
বাংলাদেশের পক্ষ থেকে ফেসবুক কনটেন্ট নিয়ে আপত্তি তোলার পর তা তৃতীয় পক্ষকে দিয়ে যাচাই করার বিষয়টি যাতে না হয়, সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান মোস্তাফা জব্বার। তিনি বলেন, রিসেলার নিয়োগ, জাতীয় রাজস্ব বোর্ডকে কর প্রদানে প্রতিনিধি নিয়োগ এবং বাংলা ভাষার সঠিক অনুবাদ ও প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। ফেসবুক ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, কর ও ভ্যাট বিষয়ক আইন মেনে চলার আশ^াস দিয়েছে বলে জানান মোস্তাফা জব্বার।