প্রত্যয় নিউজডেস্ক: রাজধানীর মিরপুর থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ গোল চত্বর থেকে মিরপুর-১২ নম্বরমুখী সড়কের বনলতা সুইটসের সামনে থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি শুটারগান, একটি দুধারি ছোরা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারদের বিরুদ্ধে পল্লবী, রূপনগর ও মিরপুর মডেল থানায় অপহরণ, ছিনতাই, মারামারি ও মাদক বিষয়ক বেশ কয়েকটি মামলা রয়েছে।
আসামিরা অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে রাজধানী মিরপুর, আমিনবাজার, বেড়িবাঁধ, রূপনগর, পল্লবী এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও অপহরণ করেছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।