নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে টাঙ্গাইল মহাসড়কটির মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় ঢাকার দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়। রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ। গতকাল শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।
কারণ হিসেবে জানা গেছে, মহাসড়ক ও গোড়াই-সখীপুর সড়কে ঢাকাগামী যানবাহন চলাচল বাড়তে থাকে দুপুরের পর থেকে। এছাড়া মহাসড়কের গোড়াই এলাকায় খানাখন্দ রয়েছে।
এ বিষয়ে, গোড়াই হাইওয়ে থানার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মহাসড়কের গোড়াই নামক স্থানে খানাখন্দ রয়েছে। হাইওয়ে পুলিশ একাধিকবার ইট ফেলে ভরাট করেছে। যানবাহনের চালকরা ওই স্থানে এসে গতি কমিয়ে দেয়।