প্রত্যয় ডেস্ক, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রোড রেল ষ্টেশনের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা আাবাসিক বাড়িঘর উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদশে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।
সোমবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনের আশে পাশে গড়ে ওঠা তালিকাভুক্ত ২৫০টি অবধৈ স্থাপনা উচ্ছদে করা হয়।
বাংলাদশে রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি র্কমর্কতা, নির্বাহী ম্যাজস্ট্রিট, লালমনহাট- পুর্নেন্দ্রু দেব এ উচ্ছদে অভিযান পরচিালনা করেন।
বিভাগীয় নির্বাহী ম্যাজস্ট্রিটে র্পূণন্দেু দেব জানান, ঠাকুরগাঁও রেল স্টেশনের উত্তর ও দক্ষিন দিকে দু’পাশে রেলওয়ের জায়গা অবৈধভাবে দখল করে স্থায়ীভাবে গড়ে তোলা বিভিন্ন দোকান, মার্কেট, বসত বাড়ি অপসারন করা হচ্ছে। সমস্ত রেলের জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত চলবে এ অভিযান।
অভিযানে ঠাকুরগাঁও সদর উপজেলা (ভূমি) র্কমর্কতা মোঃ কামরুল হাসান সোহাগ, সদর থানা পুলিশ উপ পরিদর্শক ভূষণ রায়, পেশকার চন্দন কুমার দেব সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থতি ছিলেন।
রিপোর্টঃ বদরুল ইসলাম বিপ্লব