1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“চোখের ভিতরে দেয়াল” কলমে শাহীনুল ইসলাম

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৭ Time View

চোখের ভিতর দেয়াল
শা হী নু ল ই স লা ম
“””””””””””””””””””””””””””””””
তোমার হাতের স্পর্শের ছাপ লেগেছে এই দেয়ালে,
দেয়াল নির্মাণের পূর্বে এই আকাশ ছিলনা, আমিও ছিলাম না, এমনকি তুমিও ছিলে না!
তবে কি ছিল দেয়ালহীন জীবনে? প্রশ্ন —!
মেঘের উপর মেঘ, তার উপরে আকাশ —
তোমার চোখে শতকাশ প্রেমের ভিতর নীল!
আগমনী অন্ধকারে টকটকে সূর্যের মৃত্যু,
নন্দিতার ঠোঁটে ফুটে নষ্টা উৎফুল্লর হাসি,
আমি মরে যাই। তোমাতে তোমায়!
তার অশ্রুসিক্ত চোখ চেটে মহাশূন্যের নীল ঢেঙিয়ে চোখ!
আমি কি ঘুমে ছিলাম কখনো কোনদিন?
তবে কেন খন্ড-খন্ড মেঘ ভিড় জমায়, ছোট্ট এই আকাশে!
উড়ে যায় ভেসে যায় ডানাহীন বাতাসে
শিমুল তুলোর মতন। অবাক লাগে!
মেঘের উপর মেঘ তার উপরে চাঁদ, চাঁদের উপর নক্ষত্রপুঞ্জ তার উপরে আমি।
দু’চোখ ভরে তোমাকে দেখতে চাই দেয়াল ঢেঙিয়ে!
দেখতে দেখতে নিজের চোখ উলঙ্গ হবে
ভাঙা জানালার ফাকে।
তোমাদের কাঁধে ভর করে উপরে ঘুমিয়ে ঘুরিয়ে!

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..