নিরবতায় যেনো কবির কাব্য
প্রিয় কবি যেনো আজ বড্ড বেশীই ক্লান্ত
শব্দের মিল
কিংবা নতুন শব্দের সৃষ্টি!!
কোথাও যেনো মন নেই কবির।
কাব্যের জীবন থেকে বের হয়ে যাচ্ছে ক্রমোশই
শতো খরপ্রতাপেও যেখানে শব্দেরা খেলা করতো
আজ যেনো শব্দের আঁকুতি
কান্না জড়ানো কন্ঠে শব্দের আর্তনাদ,
কাব্যের ভাষা এলোমেলো,
শব্দের চয়ন ঠিক নেই খুব একটা।
তবে কি কবি ফুরিয়ে যাচ্ছে !!
নাকি একগুচ্ছে শব্দের সমাপ্তি হচ্ছে??
সমস্ত বেদনা কি তবে শব্দের?
কিছুটা দায়ভার কাব্যও বহণ করে।
তাহলে কবির কি কিছুই নেই?
অনুভুতি!! আবেগ !! বেদনা!!
কবির অনুভুতি তবে ভোঁতা??
জীবন্ত শব্দও যেখানে আবেদন তৈরী করে নাহ,
তাহলে চলন্ত নারীর শৈলীর কি কাজ??
আজ কবি উদাস কেন??
কবির কি তবে মন ভেঙেছে!!
না নাহ !! সে তোহ অনেক আগেই ভাঙা হৃদয়ের গান নিয়ে ঘুরে বেড়িয়েছে,নতুন ব্যাথার অপেক্ষায়।
নিত্যনতুন প্রয়োজনে তবে কি শব্দ আজ অপ্রিয় !!
কাব্যের জীবনের সমাপ্তি কবি??
হাজারো প্রশ্নের মুখে কবি আজ নিরব,
তবুও কবির নিরবতাই যেন সমস্ত উত্তর।
সমুস্বরে উচ্চারিত হচ্ছে,
কবি ফুরিয়ে যায় নি,
ফুরায় নি তার কাব্য ভান্ডার,
ফুরিয়ে যায় নি তার শব্দের উৎস।
কবির আজ মন খারাপ,
সমস্ত শব্দের তাই ছুটি
তারা, যারা কবির কাব্য সাঁজাতো,
নতুন দিপ্ত যেনো ছুঁয়ে যায় কবির মন
কবি ফিরে আসে নতুন ঈশ্বর হয়ে,
সমস্ত নতুনের ঈশ্বর হয়ে।
মো: আহসান হাবীব
৪র্থ বর্ষ, মার্কেটিং বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।