নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান চালায়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা করা হয়েছে।
১ হাজার বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২: এদিকে, রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ১ হাজার ৭ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। তারা হলো- যশোরের বেনাপোল উপজেলার শহীদের ছেলে আরমান আলী (২২) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আব্দুর রশিদের ছেলে ইয়াসিন আলী (২৮)।
এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল ফোন ও নগদ ১৪শ’ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।