সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসকের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
ঝালকাঠি জেলায় এনিয়ে মোট করোনোভাইরাসে আক্রান্ত ৭ জনে দাঁড়িয়েছে।
২৭/০৪ /২০২০ইং তরিখ সোমবার সন্ধায় সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে ।
সিভিল সার্জন আরো জানান, কোন রোগীর সংস্পর্শ থেকে ওই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কয়েকজন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়। তার মধ্য থেকে একজন চিকিৎসকের পজেটিভ রিপোর্ট আসে। তবে অন্য চিকিৎসকদের নেগেটিভ এসেছে।
করোনা পজেটিভ ওই চিকিৎসক বর্তমানে সুস্থ রয়েছেন এবং বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়ে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, ওই চিকিৎসকের সাথে আরও ৫ জন চিকিৎসক ও তাদের সহকারীদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।