প্রত্যয় নিউজডেস্ক: জাতীয় দলের দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে হাই পারফরমেন্স ইউনিটের অনুশীলন। আগামীকাল ৭ অক্টোবর বুধবার থেকে শেরে বাংলায় অনুশীলনে নামবেন এইচপির ২৫ ক্রিকেটার। যার বড় অংশই হলেন যুব বিশ্বকাপ জয়ী জুনিয়র টাইগার দলের সদস্য।
এইচপির বহরে যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের অন্তত এক ডজন ক্রিকেটার থাকবেন।
বাস্তবেও তাই। অধিনায়ক আকবর আলী, ওপেনার তানজিদ হাসান তামিম, ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, তৌহিদ হৃদয়, স্পিনার রাকিবুল হাসান, তানভির ইসলাম ও হাসান মুরাদ এবং পেসার শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন আছেন এই বহরে।
বলার অপেক্ষা রাখে না, এই ২৫ জনের সবারই করোনা টেস্ট করানো হয়েছে। সবাই কোভিড-১৯ নেগেটিভ।
এই ২৫ জনের ১৪ জন আবার ১১ অক্টোবর থেকে যে তিন দলের ওয়ানডে আসর হবে, তার ৪৫ জনের মধ্যে আছেন। তারা সবাই ১০ অক্টোবর হোটেল সোনারাগাঁ প্যানপাসিফিকে উঠে যাবেন। কাজেই তারা কেউই ৯ অক্টোবরের পর থেকে ২৩ অক্টোবর ফাইনাল পর্যন্ত আর অনুশীলন করতে পারবেন না।
এইচপিতে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন
ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়।
স্পিনার : মিনহাজুল আবেদিন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান।
পেসার : শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রেজা।
উইকেটরক্ষক : মাহিদুল ইসলাম ভুইয়া অংকন ও আকবর আলী।