এস এম সালমান হৃদয় পীরগাছা(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেছেন সৎ ও যোগ্য সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাজকে পরিবর্তন করা সম্ভব। তাই আমাদেরকে সর্ব প্রথমে সৎ ও যোগ্যতা সম্পন্ন নেতা নির্বাচিত করতে হবে। পৃথিবীর সমন্ত জীবেরই একজন করে দল নেতা থাকে। মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। আমাদের সমাজে ভালো ভাবে বসবাস করতে হলে সঠিক দলনেতা দরকার আমাদের দুঃখ কষ্ট এবং সার্বিক উন্নয়নের জন্য একজন যোগ্য দলনেতা প্রয়োজন। যেই নেতা বা জনপ্রতিনিধিদের কে আমরা ভোটের মাধ্যমে নির্বাচন করে থাকি। সেই দল নেতারা যদি সৎ ও যোগ্য না হয় তাহলে সবার কপালে দুর্ভোগ বয়ে আনবে এবং নির্বাচিত দলনেতার ভালো-মন্দের সকল কাজের দায়ভার আমাদের উপরে বর্তাবে। সে জন্য আমাদের সকলের দায়িত্ব ভোটের মাধ্যমে একজন সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার।
তিনি শুক্রবার সকালে বগুড়া পৌরসভার ১নংওয়ার্ডের নিশিন্দারা খাঁপাড়া গ্রামের মুরব্বীদের সঙ্গে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন বগুড়া পৌরসভার ১নংওয়ার্ডের বতর্মান কাউন্সিলর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু একজন সৎ ও যোগ্য লোক। আপনাদের এলাকার উন্নয়নের জন্য এ ধরনের লোকের প্রয়োজন আছে। আপনারা যদি টিপুকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি আপনাদের সুখে দুখে ও সার্বিক উন্নয়নে পাশে থাকবে বলে আমি মনে কর নির্বাচনী সমাবেশে কাউন্সিলর প্রার্থী সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু বলেন বিগত নির্বাচনে আপনাদের কাছে আমি যে প্রতিশ্রতি দিয়েছিলাম তা বাস্তবায়নের কারণে ১নংওয়ার্ড বতর্মান পৌরসভার উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে এলাকার উন্নয়নের সার্থে আমাকে পুনরায় নির্বাচিত করে আমার অবশিষ্ট কাজ সমাপ্ত করার সুযোগ দিবেন অনুষ্ঠানের নিশিন্দারা খাপাড়া এলাকার সুধীজন ও ভোটারেরা উপস্থিত ছিলেন
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..