কাহালু (বগুড়) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ইসবপুর পগুইল গ্রামে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৬ লক্ষ টাকার মাছ নিধন থানায় লিখিত অভিযোগ। থানায় অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ইসবপুর পগুইল গ্রামের রফিকুল ইসলামের পুত্র মৎস্যচাষী রানা হোসেন
অত্র গ্রামের ১ একর ২০ শতক দামো পুকুর পত্তন নিয়ে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার ভোর রাতে পুর্ব শত্রæতার জের ধরে তার পুকুরে বিষ প্রয়োগ করে রুই, কাতলা, পাবদা সহ বিভিন্ন প্রজাতির প্রায় ১’শ মন মাছ নিধন করেছে প্রতিপক্ষরা, যার আনুমানিক মুল্যে প্রায় ৬ লক্ষ টাকা। এই ঘটনায় মৎস্যচাষী রানা হোসেন বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ী গ্রামের ওয়াহেদ ভূঞার পুত্র শরিফুল ইসলাম (৩৫), কাহালু উপজেলার ইসবপুর পগুইল গ্রামের মৃতঃ তায়লাল এর পুত্র সেকেন্দার (৫০), একই গ্রামের মৃতঃ নবির উদ্দিনের পুত্র সিদ্দিকুর রহমান (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের নামে থানায় লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।