প্রত্যয় ডেস্ক, রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটিতে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । পাহাড় ও সমতলে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে পার্বত্য জেলা রাঙামাটি বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে রাঙামাটি’ এই ব্যানারে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ছাত্র ইউনিয়নের দফতর সম্পাদক তাহমিনা আক্তার, কোষাধ্যক্ষ নিউটন চাকমা, রাঙামাটি শহর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সুজন তঞ্চঙ্গ্যা, রাঙামাটি কলেজ ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি নিপোলিয়ন চাকমা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। পাহাড় কিংবা সমতল কোথাও নারী-শিশু নিরাপদ নয়। বিচারহীনতার অপসংস্কৃতির কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে। নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায় বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা।
অবস্থান কর্মসূচিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিল জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপায় এসে শেষ হয়।
আজ শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে ধর্ষনের প্রতিবাদে ইসলামী আন্দোলন রাঙামাটিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে । রাঙামাটি ফিসারী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বনরুপা মসজিদের সামনে শেষ হয় । রাঙামাটি ইসলামী আন্দোলনের সভাপতি জসিম উদ্দীনসহ অন্যন্যা নেতৃবৃন্দরা ব্ক্তব্য রাখেন ।
রিপোর্টঃ চৌধুরী হারুনর রশীদ