প্রত্যয় নিউজডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিতর্ক বাতিল করা হয়েছে। করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট ট্রাম্প ভার্চ্যুয়াল বিতর্কে রাজি না হওয়ায় আগামী ১৫ অক্টোবরের এ আয়োজন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস (সিপিডি)। তবে নির্ধারিত সময়েই তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে।
কমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এটা স্পষ্ট যে আগামী ১৫ অক্টোবর কোনও বিতর্ক হবে না। নির্ধারিত ২২ অক্টোবরে শেষ বিতর্ক আয়োজনেই পূর্ণ মনোযোগ দেবে সিপিডি।
বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা এবং পর্যাপ্ত পরীক্ষা, মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্বসহ অন্যান্য নিয়ম অনুসরণ করে টেনেসির ন্যাশভাইলে বেলমন্ট ইউনিভার্সিটিতে বিতর্ক অনুষ্ঠিত হবে।
ট্রাম্প-বাইডেনের শেষ বিতর্ক অনুষ্ঠান ১৫ মিনিট করে ছয়টি অংশে বিভক্ত থাকবে। প্রতিটি অংশের আলোচ্য বিষয় ঘোষণা করবেন অনুষ্ঠানের সঞ্চালক এনবিসি নিউজের ক্রিস্টেন ওয়েলকার।
দুই প্রার্থীই ২২ অক্টোবরের বিতর্কে অংশ নিতে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংস্থাটি।
তবে ট্রাম্পের প্রচারণা দলের দাবি, বিতর্কে মার্কিন প্রেসিডেন্টের কাছে বাইডেনকে নাকানিচুবানি খাওয়া থেকে রক্ষা করতেই দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে সিপিডি। তাদের মতে, ট্রাম্প পুরোপুরি সুস্থ হয়েই দ্বিতীয় বিতর্কে স্বশরীরে উপস্থিত থাকতে পারতেন।
এক বিবৃতিতে ট্রাম্পের প্রচারণা দলের মুখপাত্র টিম মুর্তহ বলেন, আমরা ২২ ও ২৯ অক্টোবর শেষ দুই বিতর্ক আয়োজনের পক্ষে ছিলাম। এই পক্ষপাতদুষ্ট কমিশনের বাইডেনকে রক্ষা এবং ভোটারদের দুই প্রেসিডেন্ট প্রার্থীর বক্তব্য শোনা আটকানো বন্ধের সময় এসেছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেন কমিশনের খবরদারি ছাড়া একসঙ্গে বিতর্ক করতে পারবেন না এমন কোনও কথা নেই। কমিশনের হস্তক্ষেপ ছাড়াই তাদের মুখোমুখি বিতর্ক হলে আমরা খুশি হবো।
সূত্র: আল জাজিরা