রাঙামাটি প্রতিনিধি :নোয়াখালীসহ সারাদেশে নারীর উপর সহিংস পাসবিক নির্যাতন ও ধর্ষনের প্রতিবাদে রাঙামাটিতে মানব বন্ধন আয়োজন করেছে নারী ও শিশু অধিকার ফোরাম । সকাল সাড়ে ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্য্যলয়ে সামনে আয়োজিত মানব বন্ধনে প্রধান অথিতি ছিলেন সাবেক যুগ্ন জজ এ্যাড দীপেন দেওয়ান, রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন সাবেক সাংসদ সদস্য পদপ্রার্থী মৈত্রী চাকমা ,সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,শ্রমিক দলের সভাপতি মমতাজ মিঞা ।
বক্তরা বলেন, প্রধানমন্ত্রী নারী হয়ে এসব অপরাধের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান নারী ও শিশু অধিকার ফোরামের রাঙামাটি জেলা কমিটি কতৃর্ক দ্রুততার সহিত বিচারের দাবিতে দেশ ও জাতী আজ ঐক্য বদ্ধ জরুরী । নারী-শিশু ও ধর্ষণ-নিপীড়নের বিচারকার্যগুলো দ্রুত শেষ করে রায় বাস্তবায়ন করা গেলে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তারা।
সারাদেশে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ও বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধের দাবিতে প্রায় দুইঘন্টা মানব বন্ধন কর্মসূচি পালন করেছে নারী ও শিশু অধিকার ফোরামের রাঙামাটি।
কর্মসূচিতে বক্তারা আরো বলেন, সারাদেশে নারী-শিশু, ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে। আজ কোথাও নারী-শিশু নিরাপদ নয়। বিচারহীনতার কারণে ধর্ষণ-নিপীড়নের মতো ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রতিবাদ করতে গেলে হামলা-মামলার শিকার হতে হচ্ছে। তাই কেবল আইন প্রনয়ণ নয়, আইন প্রয়োগে সরকারকে আন্তরিক হতে হবে।
রিপোর্ট: চৌধুরী হারুনুর রশীদ ।