নিজস্ব প্রতিনিধিঃ খুন, ধর্ষণ, নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করার দাবিতে মানববন্ধন পালন করেছে বগুড়া জেলা জাতীয় ছাত্রসমাজ।
কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার শহরের সাতমাথায় বেলা সাড়ে ১১ টায় কর্মসূচীতে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বগুড়া জেলা ছাত্রসমাজের আহবায়ক ফরহাদ আলী খোকনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা লুৎফর রহমান সরকার স্বপন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, জহুরুল ইসলাম মটু, সাহিদুল ইসলাম, আজিজ আহম্মেদ রুবেল, এমরান রহমান মিঠু, সফিকুল ইসলাম রতন, আবু সাঈদ, সফিকুল ইসলাম সুইট, গোলাম মোর্শেদ সাকিল, রুহুল আমিন রিজু, সোহাগ সরকার, ইয়ামিন হোসেন, রনি চৌধুরী, রাব্বি, মুসা।
এতে বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহবান জানান। এসব ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। একই সাথে ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয় সমাবেশ থেকে।