স্টাফ রিপোর্টার: উত্তরণ উচ্চ বিদ্যালয়, নারুলী স্কুলের এসএসসি-২০১১ ব্যাচের শিক্ষার্থীদের স্কুলের আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে ফুটবল প্রদান করেছেন বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুলতান মাহমুদ খান রনি।
শনিবার সন্ধ্যায় শহরের সাতমাথায় তার নিজ কার্যালয়ে উক্ত ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের হাতে বল তুলে দেন বগুড়া জেলা আওয়ামী লীগ এর এই নেতা। গণমাধ্যমকর্মী এবং উক্ত বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী সঞ্জু রায়ের ব্যবস্থাপনায় উক্ত ব্যাচের শিক্ষার্থীদের পক্ষে ফুটবল গ্রহণ করেন পাপন কুমার, শফিউল আলম সবুজ, শ্যামল কর্মকার, রিংকু দাস ও হিমেল প্রাং। উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং করোনায় দীর্ঘসময় ঘরবন্দী সময় কাটানোর একঘেয়েমি দূরকরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজকে ক্রীড়াঙ্গণমুখী করতে বগুড়ায় ইতিমধ্যেই স্বনামধন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্ত:ব্যাচ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে পর্যায়ক্রমে যেখানে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজক কমিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে ফুটবল প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। এ ব্যাপারে রনি বলেন, শিশু ও যুব সমাজের হাত ধরেই আগামীর সোনার বাংলা সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাবে। তাদের বিকাশের দায়িত্ব বর্তমান প্রজন্মের সামনের সারির সকলকেই নিতে হবে। তথ্য প্রযুক্তির এই যুগে অনেকেই খেলার মাঠ বিমুখ হয়ে পরেছে তাই শারিরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই প্রজন্মকে ক্রীড়াঙ্গণমুখী করতে তিনি সর্বদা সাধ্য অনুযায়ী তরুণদের পাশে থাকবেন মর্মে জানান।