মাহফুজুল করিম,ফেনী সংবাদদাতা: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এলাকায় চট্টগ্রাম মেইল ট্রেনের সাথে শ্যামলী বাসের সাথে সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন এবং আহত হয়েছে ১৫ জন, এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের বেশিরভাগ রোগীই জরুরি বিভাগে আছে।
আজ রবিবার(১১ অক্টোবর) ভোর ৬:১৫ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। চাঁপাইনবাগঞ্জ থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি বাসটি ভোররাতে গেট নামানো না থাকায় গাড়িটি ফতেহপুর রেলক্রসিংয়ে উঠে পড়ে। ঠিক ঐ সময় উল্ট দিক্ত থেকে ঢাকা থেকে চট্টগ্রাম গামী একটি ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়।বাসে ঘুমন্ত অবস্থায় ছিলেন যাএীরা হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের।কিছু বুঝে উঠার আগেই ঘটে যায় দুর্ঘটনাটি। যাএীরা ঘুমন্ত অবস্থায় থাকায় বাস ড্রাইভারের কোনো গাফিলতি আছে কিনা তা নিশ্চিতভাবে বলতে পারছেন না কেউ। ঘটনাস্থল থেকে তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। রেললাইন থেকে সরিয়ে নেয়া হয় দুর্ঘটনাকবলিত গাড়িটি। এই ঘটনাটির জন্য সকলে গেটম্যানকে দায়ী করছেন। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস আই) তসলিম উদ্দিন।
দুর্ঘটনারস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।