পরিশুদ্ধ
-তন্ময় দত্ত মিশু
কবিতায় কবিরা যেভাবে বলে,
আসলে কি দুনিয়া সেভাবেই চলে!
লাল ফুল কি ফোঁটে রোজ বাগানে?
নীল শাড়ী পড়ে রূপা কি দাঁড়িয়ে থাকে?
হিমু আসবে বলে, ভালোবাসবে বলে।
আমি দিশেহারা পথিক,
চাই কবিতার মত বাঁচতে।
আমায় দেখিয়ে দাও আলো,
আমি ছুটে চলি ঐ পথে।
সুকান্ত, নজরুল, রবি ঠাকুর, মাইকেল কি জানে?
একবিংশ শতকে আসবে এক যুবক,
প্রশ্নবৃদ্ধ করবে তাদের সৃষ্টিকে!
বেঁচে থাকার কথা বলে যারা,
তারা কি আদৌও জানে বেঁচে থাকতে!
নদীর খরশ্রোত, বৃক্ষের বৃদ্ধি
বইয়ের পাতা উল্টালেই কি জীবন পায় পরিতৃপ্তি?
কোথায় বিদ্রোহী, কোথায় সে বনলতা,
বিদ্রোহ আর প্রেম কি কখনো একসূত্রে থাকে গাঁথা!
কোথায় কাকাবাবু, শ্রীকান্তইবা কোথায়,
কমলাকান্ত বা ফেলুদা কি পারবে কখনো,
দাঁড়াতে আমার সামনে!
ইতিহাসের পর ইতিহাস আছে রচিত,
বলো আমায় তা জীবন্ত না মৃত!
আমি দেখছিনা সোনালি কাবিন,
দেখছিনা স্বাধীনতা।
আমার বুক চিড়ে কি তাহলে বেরুবে তাজা রক্ত
সেই রক্তে স্নান করে কি এই জাতি হবে পরিশুদ্ধ।