প্রত্যয় ডেস্ক, মোঃ আবু হানিফ সরকার, নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৭তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
দিনটি উপলক্ষ্যে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে সকাল নয়টায় উপজেলা চত্বরে এক বর্ণাট্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
এরপর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা কেক কাটা কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় ।
সংগঠনের আহ্বায়ক এস.এম. ফারুক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র মো. রফিক উদ্দিন ভূইয়া, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শরাফ উদ্দিন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক তসলিমা বেগম লাভলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শরিফুল ইসলাম হিরন।
আলোচনা অনুষ্ঠান শেষে ১২ পাউন্ডের একটি কেক কাটেন অতিথিরা।
কেক কাটা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পি.ই.সি, জে.এস.সি, এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত সারে তিনশত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শেখ রাসেল শিক্ষা পদক তোলে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।
পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও নান্দাইল উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক আলম ফরাজি, সাংবাদিক আবু হানিফ সরকার, শাহজাহান ফকির, রফিক মড়ল রমজান আলী প্রমূখ ।